গভীর বঙ্গোপসাগরে ধরা পড়লো বিরল প্রজাতির `টিয়া’ মাছ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১৮:৫৫
সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ধরা পড়লো বিরল প্রজাতির একটি ‘টিয়া’ মাছ। গেল ২৬ আগস্ট সকালে জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের এফবি মায়ের দোয়া নামক ট্রলারের মনির মাঝি নামে এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে এবং পরদিন ২৭ আগস্ট বিকেলে কুয়াকাটার মহিপুর মৎস্য বন্দরের মৎস্য আড়তে এ মাছটি আনা হয়। বিরল প্রজাতির এ টিয়া মাছটি দেখার জন্য মৎস্য বন্দরের টিমন আড়তে ভিড় করে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।